জাতীয়

নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে মানুষ লাভবান হবে কি না,তা পর্যালোচনা করতে হবে-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৪ , ৫:৪৯:০৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,আগামী ৫টা বছর যতটা সম্ভব দেশকে এগিয়ে নেব৷ ২০২৬ সালের পর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে৷’

প্রকল্প বাস্তবায়নে অযথা বিলম্ব না করার হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন,নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে মানুষ লাভবান হবে কি না,তা পর্যালোচনা করতে হবে৷

আরও খবর

Sponsered content