আবহাওয়া বার্তা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৪ , ২:০৩:২০ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধি।।শীতে কাঁপছে গোপালগঞ্জ।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস।যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস জানিয়েছে,আগামী দুই দিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি,রয়েছে ঘন কুয়াশাও। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ।স্কুল কলেজে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা।শীতে কষ্ট পাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা।প্রচণ্ড ঠাণ্ডা আর কুয়াশায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে অনেককেই।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান,আজ গোপালগঞ্জ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

বৃহস্পতিবার সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামী দুই দিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

আরও খবর

Sponsered content