অপরাধ-আইন-আদালত

দুই বিচারককে বদলি

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২৫ , ৪:৪০:১৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের দুই বিচারককে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

আইন,বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (জেলা ও দায়রা জজ) মো. নূর ইসলামকে জেলা ও দায়রা জজ,মুন্সিগঞ্জে এবং জেলা ও দায়রা জজ,মুন্সিগঞ্জের কাজী আবদুল হান্নানকে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (জেলা ও দায়রা জজ) হিসেবে বদলি করা হয়েছে।

মো. নূর ইসলামকে আইন ও বিচার বিভাগের ঢাকা কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট এবং কাজী আবদুল হান্নানকে পরবর্তী জেষ্ঠ কর্মকর্তার নিকট আগামী ২০ মার্চের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।

আরও খবর

Sponsered content