রাজনীতি

তুষারের সঙ্গে কথোপকথনটি নিজের বলে স্বীকার করেছেন-এনসিপি নেত্রী,নীলা ইস্রাফিল

  প্রতিনিধি ১৯ জুন ২০২৫ , ৬:৫৮:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ায়,ওই অডিওতে নারী কণ্ঠটি এনসিপির এক নেত্রীর।এর পর থেকে এনসিপির একাধিক নেত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ে।তবে তুষারের সঙ্গে ওই কথোপকথনটি নিজের বলে স্বীকার করেছেন এনসিপি নেত্রী নীলা ইস্রাফিল।

তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে এ কথা স্বীকার করেন।নীলা ভাইরাল কথোপকথনের বিষয়ে বলেন,ফেব্রুয়ারির ২৮ তারিখে এনসিপির আত্মপ্রকাশের দিন আমি বাংলাদেশে ফিরে আসি।রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলে।ইতিপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানো এই আলাপে আমি বিব্রত বোধ করি এবং ওকে জানাই যে আমি আর কথা বলতে চাই না।কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে।এক পর্যায়ে তুষার আমাকে জানায় ডিটেকটিভ পুলিশ বা ডিবি ওর সাথে কথা বলেছে,সেই বিষয়ে সে আমার সাথে আলাপ করতে চায়।’

নীলা জানান,যেহেতু তিনি একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং তুষার তাকে ডিবির কথা বলেছে,তাই তার কাছে মনে হয়েছে বিষয়টি নিশ্চয়ই আইনি,ডিবি ও পুলিশসংক্রান্ত গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে এবং তার নিরাপত্তার জন্য হুমকির কোনো বিষয় থাকতে পারে।এই বিবেচনায় তিনি আলাপটি রেকর্ড করেন।

নীলা লেখেন,প্রায় দেড় ঘণ্টার আলাপে ৪৭ মিনিট আমি রেকর্ড রাখি।তুষার আমাকে জানায়,ডিবি তাকে নীলা ইস্রাফিল সম্পর্কে জানতে চেয়েছে এবং সে ডিবিকে জানিয়েছে যে নীলা তার গার্লফ্রেন্ড—যা নিয়ে আমি তুষারকে প্রশ্ন করি। তাছাড়া আমরা তুষারের খারাপ প্রস্তাব নিয়েও আলাপ করি। আমি তাকে প্রশ্ন করি,আমার কোনো অ্যাটিটিউড,ব্যবহার বা আচরণে মনে হয়েছে আমাকে এই ধরনের প্রস্তাব করা যেতে পারে? তুষার আমাকে বিষয়টি ভুলে যেতে বলে।’

আরও খবর

Sponsered content