প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ৪:৩৯:৩৪ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে।এতে ঢাকামুখী আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরতলীর দাড়িয়াপুর রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী স্টেশন মাস্টার জসিম মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন,চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকা যাওয়ার পথে শহরতলীর দাড়িয়াপুর নামকস্থানে ৭টি বগি লাইনচ্যুত হয়।অত্যধিক গরমে লাইন বেকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।দুর্ঘটনার কারণে রেললাইন ও স্লিপারের ব্যাপক ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন,বর্তমানে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।তবে ডাউন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।আখাউড়া জংশন থেকে উদ্ধাকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

















