অপরাধ-আইন-আদালত

ড. ইউনূসের মামলা পর্যবেক্ষণ করলেন বৃটিশ সরকারের প্রতিনিধি

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৪ , ২:৪৮:১৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনের জন্য বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।এ সময় আদালতে উপস্থিত ছিলেন ড. ইউনূস সহ অন্য আসামীরা।

ড. ইউনূস সকাল সোয়া এগারোটার দিকে রাজধানীর কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন।তার আগেই সেখানে উপস্থিত হন বিদেশি কূটনীতিকরা।মূলত, সকাল নয়টা থেকেই ঢাকাস্থ বিভিন্ন বিদেশি দূতাবাস এবং মিশনের প্রতিনিধিরা আদালতের আশেপাশে অবস্থান গ্রহণ করেন।

আদালতের কার্যক্রম চলাকালীন পুরো সময় জুড়ে সেখানে উপস্থিত ছিলেন বৃটিশ হাইকমিশন এর দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ভেনেসা বিউমন্ট,ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশন এর অ্যাটাশে পাবলো পাদিন পেরেজ, নেদারল্যান্ডস দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা কর স্টৌলেন প্রমুখ।

আরও খবর

Sponsered content