সারাদেশ

ডিসিসির মেয়র মাঠের উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করেন

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২২ , ১০:৩৬:৩০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাঠ উদ্বোধন করাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

জানা যায়,ওই মাঠ উদ্বোধন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পৌঁছানো মাত্রই শিক্ষার্থীরা মাঠের ভেতর থেকে ইট পাটকেল, চেয়ার ছুড়ে মারতে শুরু করে।এরপর মেয়র মাঠের উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করেন।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আল আমিন নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

এর আগে, বেলা ১১টার দিক থেকে বিক্ষোভ করছিলেন মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সরকারি বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠে নামে উদ্বোধন করতে চাচ্ছে- এই অভিযোগ তুলে বিক্ষোভ করছিলেন তারা।

আরও খবর

Sponsered content