অপরাধ-আইন-আদালত

ডিএমপির সাবেক উপ-কমিশনার তানভীর সাময়িক বরখাস্ত

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৫ , ২:০০:৩০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার মো. তানভীর সালেহীন ইমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার তানভীরের বিরুদ্ধে গত বছরের ২১ আগস্ট ঢাকার নিউমার্কেট থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়।চলতি বছরের ১২ ফেব্রুয়ারি এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

তানভীর বর্তমানে কারাগারে আছেন বলে জানা গেছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, তানভীরকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে সরকারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।সাময়িক বরখাস্তকালে তিনি রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত থাকবেন।তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।

আরও খবর

Sponsered content