অপরাধ-আইন-আদালত

টেকনাফের দরগারছড়া র‌্যাব-১৫ এর অভিযানে ১০, পিস ইয়াবাসহ গ্রেফতার-০১

  প্রতিনিধি ৫ মে ২০২২ , ৫:৪৪:২৭ প্রিন্ট সংস্করণ

কক্সবাজার জেলা প্রতিনিধি:-এদিকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার ,র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) পক্ষে, অধিনায়ক মোঃ বিল্লাল উদ্দিনের স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমকে জানান,

র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ দরগারছড়া সাকিনস্থ টেকনাফ হতে মেরিন ড্রাইভগামী রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল
বুধবার ( ৪’য়ে মার্চ) বিকাল ৪:০০ টার দিকে উক্ত স্থানে পৌঁছালে কতিপয় ব্যক্তি পলায়নের চেষ্টাকালে ১, মোঃ হোছেন (২০), পিতা-কবির আহম্মদ, হারিয়াখালী, ওয়ার্ড নং-০৩, ইউপি-সাবরাং, থানা-টেকনাফকে গ্রেফতার করে এবং ২, এনায়েতউল্লাহ (৩১), পিতা-মুক্তার আহমেদ; ৩। আব্দুল করিম (২৫), পিতা-মোক্তার আহমদ, সাং-হারিয়াখালী পশ্চিম পাড়া, ওয়ার্ড নং-৩, ইউপি-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা শপিং ব্যাগ হতে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, পলাতক আসামীদের সহায়তায় সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে এবং জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তারা উক্ত স্থানে অবস্থান করছিল।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আরও খবর

Sponsered content