প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৪:৩১:০২ প্রিন্ট সংস্করণ
টঙ্গী(ঢাকা)প্রতিনিধি।।টঙ্গীর একটি সড়কের পাশে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় সদ্য জন্ম নেওয়া এক নিষ্পাপ শিশুর দেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার স্থানীয়দের নজরে আসে মাটির উঁচু অংশের অস্বাভাবিক সৃষ্টি।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটির উপরের অংশ খুঁড়ে শিশুটির দেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে,শিশুটি জন্মের পরেই হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।থানার কর্মকর্তারা শিশুর পরিবার ও সম্ভাব্য দায়ী খুঁজে বের করতে তদন্ত শুরু করেছেন।
স্থানীয় বাসিন্দারা হতবাক ও শোকাহত।তারা আশা প্রকাশ করেছেন,দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিকে শনাক্ত করতে এখনো তদন্ত চালাচ্ছে।

















