প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৫ , ৩:০২:১৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।মহাসচিব শওকত মাহমুদ।

আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।দলটির স্লোগান ‘গড়বো মোরা ইনসাফের দেশ’।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা ও ইশতেহার পাঠ করেন শওকত মাহমুদ।তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি।বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।
অনুষ্ঠানে শওকত মাহমুদ বলেন,বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয়,প্রতিটি গণ-অভ্যুত্থান,বিপ্লব ও আন্দোলনের পরে সেসব সংগ্রামী চেতনায় নতুন নতুন রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটে। যেহেতু রাষ্ট্র সাজবে একাত্তর ও চব্বিশের গণ-জাগরণের চেতনায়,সেই আঙ্গিকে নতুন দলের আবির্ভাব অনিবার্য।জাতির এই মাহেন্দ্রক্ষণে জাতীয় প্রত্যাশায় সব প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ,আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে জনকল্যাণ,ইনসাফ,সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তাবোধ দৃঢ় করতে তাঁরা আজ নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা দিচ্ছেন।
অনুষ্ঠানে দলটির ২৭ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।তিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
ঘোষিত কমিটি অনুযায়ী ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান।নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন।ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ,ওয়ালিউর রহমান খান, রেহানা সালাম,মো. আবদুল্লাহ,এম এ ইউসুফ ও নির্মল চক্রবর্তী।মহাসচিব শওকত মাহমুদ।সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান।যুগ্ম মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা,আল আমিন রাজু ও নাজমুল আহসান। সমন্বয়কারী নুরুল কাদের সোহেল।সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ।প্রযুক্তিবিষয়ক সম্পাদক গুলজার হোসেন।প্রচার সম্পাদক হাসিবুর রেজা কল্লোল।সম্মানিত সদস্য হিসেবে আছেন মেজর (অব.) ইমরান ও কর্নেল (অব.) সাব্বির। উপদেষ্টা হিসেবে আছেন শাহ মো. আবু জাফর, মেজর (অব.) মুজিব,ইকবাল হোসেন মাহমুদ,ডা. ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী,আউয়াল ঠাকুর,তৌহিদা ফারুকী ও মামুনুর রশীদ।

















