সারাদেশ

চসিকের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৪ , ২:৫১:৩১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধি।।চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণের বিচারক মুজাহিদুর রহমানের আদালত ১০ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় এ পরোয়না জারির আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

মামলার নথি সুত্রে জানা যায়,চট্টগ্রাম আগ্রাবাদ শাখার এসবিএসসি ব্যাংক পিএলসি অর্থঋণ আদালত ২০২৪ সালের ২৭ মার্চ ডিক্রি জারি করে।ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে ৯ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ২২৯ টাকাসহ টাকার উপর ১২ শতাংশ হারে সুদের ডিক্রি হয়।ডিক্রিকৃত সমুদয় টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের জন্য তাদের নির্দেশ দেওয়া হলেও তা পরিশোধ না করায় চলতি বছরের ৮ জুলাই ১০ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৬৬ টাকা আদায়ের দাবিতে এই জারি মামলা করে। গৃহীত ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত হিসেবে ছিল না।তাই দায় সমন্বয়ের জন্য আইনের ৩৩ ধারার বিধান মোতাবেক নিলাম কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি।ডিক্রিদার ব্যাংক হলফনামা সহকারে অর্থঋণ আইনের ৩৪ ও ৩৫ ধারা মোতাবেক ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করেন।এই মামলা দায়ের হওয়ার প্রায় ২ বছর অতিক্রান্ত হলেও দায়িগণ ডিক্রিদারের কোনো পাওনা পরিশোধ না করায় বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ে বাধ্য করতে ৫ মাসের দেওয়ানী আটকাদেশ প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content