প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৪ , ১:৫৯:১৫ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি॥চাচাকে হত্যার ঘটনায় আসামী ভাতিজা মো. হৃদয় খান (৩০)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮।চলমান বছরের ১৬ জুলাই বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।ওই গ্রামের মো. এনায়েত খানের ছেলে হৃদয় খান।হত্যার ঘটনায় নিহতর স্ত্রী মোসা. নুরুনাহার বাদী হয়ে ১৭ জুলাই বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

রোববার (৮ আগস্ট) রাতে র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।এদিনই ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিআরটিএ ভবন সংলগ্ন এলাকা থেকে র্যাব-১০ এর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব-৮।
র্যাব জানায়,চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের আবুল কালামের সাথে পারিবারিক পুকুর ঘাট বাঁধানোর নির্মাণ ব্যয় নিয়ে দ্বন্দ হয় তারই ভাতিজা হৃদয় খানের।কলহের জের ধরে ঘটনার দিন ধারালো অস্ত্র দিয়ে হৃদয় খান ও তার সহযোগীরা আবুল কালামকে কুপিয়ে গুরুতর জখম করে।হামলাকারীরা এ সময় আবুল কালামের স্ত্রীসহ অন্যান্য সদস্যদেরও মারধর করে। ষপরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-৮ এর সদর কোম্পানি গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং ছায়াতদন্ত শুরু করে। পরে ৮ সেপ্টেম্বর ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিআরটিএ ভবন সংলগ্ন এলাকা থেকে র্যাব-১০ এর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে প্রধান আসামি হৃদয়কে গ্রেপ্তার করে র্যাব-৮। আটকের পর আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

















