জাতীয়

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব কাদেরকে দেওয়া হবে-সেই ব্যাপারে আগামীকাল সিদ্ধান্ত হবে-সাখাওয়াত হোসেন

  প্রতিনিধি ১ জুলাই ২০২৫ , ৬:২৩:০৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন,চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব কাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারে আগামীকাল বুধবার সিদ্ধান্ত হবে বলে।আগামী ছয় মাসের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।তবে টেন্ডারের মাধ্যমে দেওয়া হবে না।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন,জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর তিন দিন বন্ধ ছিল।তবে আমদানি-রফতানিতে তেমন কোনো প্রভাব পড়েনি।

আর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন,চলতি অর্থবছরেই নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা থাকায় সরকার আগেই নির্বাচনী বাজেট ঠিক করেছে।নির্বাচনী বাজেট বরাদ্দের ক্ষেত্রে কার্পণ্য করা হবে না।

আরও খবর

Sponsered content