প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২২ , ১:০৪:৫১ প্রিন্ট সংস্করণ
গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধি।।রাজশাহীর গোদাগাড়ীতে আজ সোমবার (২৮ নভেম্বর ২০২২) সাড়ে ১২টায় গোদাগাড়ী থানাধীন সদর জোন এলাকার উপজেলা হলরুমে।

সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসি
সাওতালদের অর্থ জীবন মানউন্নয়নে লক্ষ্য সমন্বিত
প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প কর্তৃক আয়োজিত নির্বাচি চিত,সুফল ভোগী ৪০০টি পরিবারের মাঝে ভ্যাড়া ও ভ্যাড়ার ঘর নির্মাণ ৪০০টি পরিবার ২ টি করে টিন,৪ টি, খুটি০৫ পাঁচটি করে, ভ্যাড়া রাখার স্ট্রেউপকরন বিতরন অনুষ্টান,
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার(ইউএনওর) পংকজ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাজশাহীর গোদাগাড়ী তানোর সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়াম্যান জাহাঙ্গীর আলম,পৌর মেয়র আলহাজ্ব হজউদ্দিন বিশ্বাস,ডঃ জুলফিকার মোঃ আখতার হোসেন, জেলা প্রানীসম্পদ কর্মকতা,উপজেলার পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস,চেয়ারম্যান,
মোছাঃ সুফিয়া খাতুন(মিলি)।

















