আন্তর্জাতিক

গাজায় এক আমেরিকান-ইসরাইলি বন্দীর একটি ভিডিও প্রকাশ

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৪ , ৪:৩৪:১৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।হামাসের সশস্ত্র শাখা শনিবার গাজায় এক আমেরিকান-ইসরাইলি বন্দীর একটি ভিডিও প্রকাশ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার পর থেকে তিনি বন্দী রয়েছেন।

জেরুজালেম থেকে এএফপি জানায়,ভিডিওতে এডান আলেকজান্ডারকে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইংরেজিতে এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিব্রু ভাষায় সম্বোধন করতে দেখা যায়।তবে ভিডিওটির তারিখ যাচাই করা যায়নি।তিনি ৭ অক্টোবর আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ইসরাইলিদের প্রতি আহ্বান জানান।

এডানের মা ইয়াইল আলেকজান্ডার শনিবার সন্ধ্যায় তেল আবিবে বন্দীদের এক সমাবেশে বক্তৃতাকালে বলেন, ‘এই ভিডিও আমাকে বিচলিত করেছে,এটি আমাদের আশার অন্তরালে ইডান ও অন্যান্য বন্দীরা বাঁচার প্রত্যাশায় কতটা চিৎকার করছে এবং কতটা খারাপ পরিস্থিতিতে রয়েছে তা দেখায়।’

তিনি জনতাকে জানান, তিনি নেতানিয়াহুর সাথে ফোনকলে বলেছেনঅবশ্যই আপনার প্রতিশ্রুতি রাখবেন ও তাদের মুক্ত করবেন।রাষ্ট্রটি যুদ্ধ শেষ করতে এবং আমার ইডানসহ তাদের সবাইকে ফিরিয়ে আনতে যথেষ্ট শক্তিশালী।’

এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় বলেছে,তাদের কলের সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে শত্রুদের হাতে বন্দী সকল বন্দীকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ইসরাইল প্রতিটি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।’

ভিডিওটির প্রকাশকে ‘নিষ্ঠুর মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে অভিহিত করেছেন নেতানিয়াহু।

মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র শন সাভেট ভিডিওটিকে ‘হামাসের সন্ত্রাসের একটি নিষ্ঠুর অনুস্মারক’ বলে অভিহিত করেছেন।

সাভেট এক বিবৃতিতে বলেন,যদি হামাস বন্দীদের মুক্তি দিতে রাজি হয় তবে গাজা যুদ্ধ আগামীকাল বন্ধ ও গাজবাসীর দুর্ভোগ শেষ হবে।’

এদিকে,বন্দী পরিবার ফোরাম প্রচারাভিযান গ্রুপ,বন্দীদের মুক্তির জন্য তাদের আহ্বান পুনর্ব্যক্ত করেছে। এটি এক বিবৃতিতে বলেছে, ‘প্রথম একমাত্র চুক্তির এক বছর পরে, এটি সবার কাছে পরিষ্কার যে বন্দীদের ফিরিয়ে আনা শুধুমাত্র একটি চুক্তির মাধ্যমেই সম্ভব।’

সূত্র : বাসস

আরও খবর

Sponsered content