অপরাধ-আইন-আদালত

কাপড় আমদানি করে এক কোটি ৪১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ৭:০৩:২২ প্রিন্ট সংস্করণ

0Shares

চট্টগ্রাম প্রতিনিধি।।চট্টগ্রাম বন্দরে সোডা অ্যাশ ঘোষণা দিয়ে ভারত থেকে আনা এক কনটেইনার কাপড় ও লেহেঙ্গা জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।সোমবার (১০ এপ্রিল) কনটেইনারটি কায়িক পরীক্ষায়ি বিষয়টি ধরা পড়ে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) সাইফুল হক জানান,মিথ্যা ঘোষণায় কাপড় আমদানি করে এক কোটি ৪১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছিল।

তিনি বলেন,সোডা অ্যাশ ঘোষণা দিয়ে ভারতের কলকাতা থেকে এসব কাপড় আমদানি করেন ফেনীর সদর থানাধীন আমদানিকারক প্রতিষ্ঠান আজিজ এন্টারপ্রাইজ।সোমবার কনটেইনারটির কায়িক পরীক্ষা করা হয়।কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্য সোডা অ্যাশের পরিবর্তে ১২ হাজার ৫৫০ পিস বেনারসি শাড়ি,এক হাজার ১৩৯ পিস জর্জেট শাড়ি ও ৪০৩ পিস লেহেঙ্গা পাওয়া যায়।পণ্য চালানটিতে প্রাপ্ত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য ১১ কোটি ১১ লাখ টাকা।’

তিনি বলেন,স্বল্প মূল্যের সোডা অ্যাশের পরিবর্তে মিথ্যা ঘোষণায় উচ্চ মূল্যের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আমদানি করায় বিপুল বৈদেশিক মূদ্রা মানি লন্ডারিং করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন,২০১২ মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম কাস্টসম হাউসকে বলা হয়েছে।’

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares