প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৪ , ৪:১২:১৫ প্রিন্ট সংস্করণ
বাঁশখালী(চট্টগ্রাম)প্রতিনিধি।।এবার বাঁশখালী থানার ওসিকে হাত কেটে ফেলার হুমকি দিলেন চট্টগ্রাম-১৬ আসন বাঁশখালীর সংসদ সদস্য নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী।এরকম একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদের ‘হাত কেটে ফেলার হুমকির’ একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়।
অডিওতে ওসির সঙ্গে আঞ্চলিক ভাষায় কথা বলতে শোনা যায়।ওসির সঙ্গে মোস্তাফিজুরের মোবাইল ফোনে কথোপকথন-
মোস্তাফিজুর: ছনুয়া ইউনিয়নে এসআই হাফিজ (হাফিজুর রহমান) কেন গেছে?
ওসি: সে তো ২টা থেকে রাত ৯টা পর্যন্ত থেকে চলে আসছে।
মোস্তাফিজুর: কী জন্য গেছে?
ওসি: ওটা তো আমাদের নিয়মিত ডিউটি করার জন্য। প্রত্যেক ইউনিয়নে একটা করে টিম যায়।
মোস্তাফিজুর: আমার কোনো লোকের ওপর যদি হাত দেয়, তাহলে হাত কেটে ফেলব কিন্তু বলে দিলাম।
ওসি: দেবে না স্যার,আমি বলে দিচ্ছি।
মোস্তাফিজুর: ওখানে নাকি আমাদের লোকজন ধরার জন্য হাফিজ গেছে।আমাদের আলমগীর একটা আছে,তাকে খুঁজছে।
ওসি: না না স্যার ও তো নেই,ও অনেক আগেই চলে আসছে।
মোস্তাফিজুর: এমনি ঘুরে–ফিরে থাক অসুবিধা নেই;কিন্তু আমার কোনো লোকের ওপর হাত দিলে অসুবিধা হবে।
ওসি: অবশ্যই স্যার,আপনি যেভাবে বলবেন।
মোস্তাফিজুর: আপনি তো আমার ঘরেও পুলিশ পাঠিয়েছেন।
ওসি: স্যার আপনার সঙ্গে তো আমি কথা বললাম সেদিন। পুলিশ পাঠাইনি।আপনার বাড়িতে তো এমনি পুলিশ নিয়মিত যায়।ওখানে আপনার সঙ্গে ডিটেইল কথা বলছি।আরও আপনার সম্মান বাঁচানোর জন্য চেষ্টা করছি,এমপি সাহেবের বাড়িতে সাদা পোশাকে গেছে।
মোস্তাফিজুর: কী জন্য আসছিল?
ওসি: কোনো কারণে না।কাউকে ধরার জন্য নয়।
মোস্তাফিজুর: চাম্বলের মুজিবের (ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী) ওপরও যাতে কোনোরকমের ইয়ে না হয়।ও ওখানে যেন কাজ করতে পারে, খেয়াল রাখিও।
ওসি: হবে না স্যার।অবশ্যই স্যার।
এ ব্যাপারে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর মোবাইল ফোনে একাধিক ফোন করা হলেও রিসিভ করেননি।
ওসি ও এমপির অডিও রেকর্ডটি নির্বাচনি প্রতিপক্ষরা এডিট করেছে বলে ফেসবুকে দাবি করেন এমপির পিএস কেএম মোস্তাফিজুর রহমান রাসেল।
বাঁশখালী থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ মুহূর্তে পুলিশ সদস্যদের নিয়ে নির্বাচনি একটি মিটিংয়ে আছি।এ বিষয়ে পরে জানাব।’
এর আগে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী এক সমাবেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন।তিনি তার বক্তব্য ফেসবুক লাইভেও প্রচার করেন।

















