প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ১২:১৫:৫৪ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।ওসমান হাদিকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।এক বিবৃতিতে তিনি এ ঘটনাকে “মর্মান্তিক ও উদ্বেগজনক” উল্লেখ করে বলেন,এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা সমাজের স্থিতিশীলতা ও আইনের শাসনের জন্য হুমকি।

জাতিসংঘ মহাসচিব নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনার দ্রুত,স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।তিনি বলেন,অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে হবে।
বিবৃতিতে তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন ও শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন,আবেগ বা গুজবের ভিত্তিতে কোনো প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সহিংসতার বদলে সংলাপ,আইনি প্রক্রিয়া ও শান্তিপূর্ণ পথেই সমস্যার সমাধান হওয়া উচিত।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন,নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব এবং মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা জরুরি।তিনি আশা প্রকাশ করেন,এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতে এমন সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে উদ্বেগ বিরাজ করছে।আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

















