অপরাধ-আইন-আদালত

এমপি আনার হত্যা মামলায় সেলেস্তি সহ ৩ আসামীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর

  প্রতিনিধি ২৪ মে ২০২৪ , ৪:৫৩:২৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেফতার তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত তিনজন হলেন,তানভীর,শিমুল ভূঁইয়া ও সেলেস্তি রহমান।

এর আগে দুপুর সোয়া ২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয় আসামিদের।এ সময় আসামি সেলেস্তি রহমান বলেন,আমাকে এখানে কেন আনা হয়েছে,আমি জানতে চাই।আমাকে বলেছে সাক্ষী দিয়ে চলে যাবা।আমি কিছু জানি না’।

এদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফজুর।শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কে এই রহস্যময়ী তরুণী সেলেস্তি

এর আগে বৃহস্পতিবার সৈয়দ আমানুল্লাহ,ফয়সাল আলী ও সিলিস্তি রহমানকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

ভারতে চিকিৎসা নিতে গিয়ে কলকাতার দমদম বিমানবন্দর লাগোয়া নিউটাউনে রহস্যজনকভাবে খুন হন আনোয়ারুল আজিম আনার।স্নায়ুরোগের চিকিৎসা নিতে তিনি ১২ মে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে কলকাতা যান।কিন্তু পরদিন থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন।মূলত সেদিনই (১৩ মে) তাকে হত্যা করা হয়।

এ ঘটনা প্রকাশ্যে আসে বুধবার। ওইদিনই রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন (২৪) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

আরও খবর

Sponsered content