জাতীয়

একাদশ জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু

  প্রতিনিধি ৩১ মে ২০২৩ , ১২:৩৫:৫৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।একাদশ জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার (৩১ মে) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যোগ দিয়েছেন।

একাদশ জাতীয় সংসদের ২৩তম এ অধিবেশনে বৃহস্পতিবার (১ জুন) আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উত্থাপন করা হবে।

নতুন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুযায়ী তাকে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে,চলতি অধিবেশন ২৬ জুন পর্যন্ত চলার পর ২ জুলাই পর্যন্ত মুলতবি করা হবে।২৬ জুন পাস হবে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট।বাজেটের ওপর মোট ৪০ ঘণ্টা আলোচনা হবে।সংসদের বৈঠক প্রতিদিন বিকেল ৫টায় শুরু হবে।

আরও খবর

Sponsered content