অর্থনীতি

একসঙ্গে ৪০ জন কর কমিশনারকে বদলি

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৪৭:৩৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।একসঙ্গে ৪০ জন কর কমিশনারকে বদলি করা হয়েছে। তাঁদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।এ নিয়ে এনবিআর আজ বুধবার একটি আদেশ জারি করেছে।

যেসব কমিশনারকে বদলি করা হয়েছে,তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক খাইরুল ইসলামকে বৃহৎ করদাতা ইউনিটে; ঢাকার কর অঞ্চল-১৫–এর কমিশনার আহসান হাবিবকে সিআইসির মহাপরিচালক পদে; কর অঞ্চল-৪–এর কমিশনার লুৎফুল আজীমকে কর অঞ্চল-১–এ; কর অঞ্চল-৭–এর কমিশনার রওনক আফরোজকে বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক পদে; বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মামুনকে কর অঞ্চল-৬–এর কমিশনার; খুলনা কর পরিদর্শী রেঞ্জের মুন্সী হারুনুর রশীদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে; ঢাকা কর পরিদর্শী রেঞ্জের গণেশ চন্দ্র মন্ডলকে কেন্দ্রীয় জরিপ অঞ্চলে।

নারায়ণগঞ্জের কর পরিদর্শী রেঞ্জের শব্বির আহমেদকে ঢাকার কর অঞ্চল-১৫–এর কমিশনার; ঢাকার কর অঞ্চল-১–এর কমিশনার এ কে এম হাসানুজ্জামানকে ঢাকার কর আপিল অঞ্চল-১–এর কমিশনার; ঢাকা কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সিরাজুল করিমকে ঢাকার কর অঞ্চল-৮–এর কমিশনার করা হয়েছে।নারায়ণগঞ্জের কর কমিশনার শারমিন ফেরদৌসীকে ঢাকার কর অঞ্চল-১১; ঢাকার কর অঞ্চল-৩–এর কমিশনার কাজী লতিফুর রহমানকে কর অঞ্চল-৯–এ বদলি করা হয়েছে।

এ ছাড়া বরিশালের কর কমিশনার সারোয়ার হোসেন চৌধুরীকে খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার; খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার আবুল বাশার আকনকে ঢাকার কর অঞ্চল-২৪ কমিশনার করা হয়েছে।

আরও খবর

Sponsered content