শিক্ষা

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে ঢাবি’র শিক্ষার্থী!

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২৩ , ২:২৫:১৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।এইচএসসি পরীক্ষার তারিখ পেছনের দাবিতে অবস্থানরত এক আন্দোলনকারী নিজেকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজের’ শিক্ষার্থী বলে দাবি করেছেন।

সোমবার (৭ আগস্ট) দুপুর রাজধানীর শাহবাগ মোড়ে এক আন্দোলনকারী এ কথা বলেন।

ওই আন্দোলনকারীকে জিজ্ঞাসবাদ করলে সে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনে এসেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের সামনে থাকি।’

জানা যায়,এইচএসসি পরীক্ষার তারিখ পেছনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।সোমবার দুপুর ১টা ২০ মিনিটে দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হয় তারা।এতে ধানমণ্ডি,কলাবাগান,শাহবাগ ও নিউ মার্কেট এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

সেখান থেকে চার দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হলো:
১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।
২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।
৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়।
৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।

শিক্ষার্থীদের দাবি,তারা অনেক কম সময় পাচ্ছে। এই সময়ে পুরো সিলেবাসের পরীক্ষা দেওয়া সম্ভব নয় বলে তারা জানান।তারা বলেন,আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক অথবা পরীক্ষা এক মাস বা দুই মাস পিছিয়ে দেওয়া হোক।১০০ নম্বরের পরীক্ষা আমরা মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাবো।

আরও খবর

Sponsered content

আরও খবর: শিক্ষা

৬৫,৫০২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১০ম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ

শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি বা লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না-শিক্ষা মন্ত্রণালয়

নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ও পাসের হার না থাকলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ

অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণ সহ স্নাতক পড়াশোনার আর্থিক সহায়তা দেবে-অন্তর্বর্তী সরকার

গণহারে বদলিঃ-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্হগিত

শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশনা দিয়েছে-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়