প্রতিনিধি ২৪ মার্চ ২০২৫ , ৬:১৩:৪৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের অধীনে সহকারী সচিব,সিনিয়র সহকারী সচিব এবং উপসচিব পর্যায়ে ক্যাডার বহির্ভূতদের (নন-ক্যাডার) জন্য মোট ৮১ পদ সংরক্ষিত থাকবে।এ বিষয়ে সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সারসংক্ষেপে বলা হয়,বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের জন্য সহকারী সচিব বা সিনিয়র সহকারী সচিব বা উপসচিব বা যুগ্মসচিবের নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসেবে ক্যাডার বহির্ভূতদের জন্য পদ সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত কমিটির সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে তার অফিস কক্ষে গত ২৪ অক্টোবর ও ৬ নভেম্বর সভা অনুষ্ঠিত হয়।এ সভায় ক্যাডার বহির্ভূতদের জন্য পদ সংরক্ষণের সুপারিশ করা হয়।
এতে আরও বলা হয়,কমিটির সুপারিশ অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের জন্য সহকারী সচিবের (ক্যাডার বহির্ভূত) ৬৪টি পদ,সিনিয়র সহকারী সচিবের (ক্যাডার বহির্ভূত) ১১টি পদ এবং উপসচিবের (ক্যাডার বহির্ভূত) ৬টি পদ অস্থায়ীভাবে সংরক্ষণ করা যেতে পারে।এছাড়া ক্যাডার বহির্ভূতদের জন্য পৃথক ক্যারিয়ার পাথ নির্ধারণ করা যেতে পারে বলেও সুপারিশে বলা হয়।
এ সুপারিশ প্রধান উপদেষ্টার বিবেচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে তিনি তা অনুমোদন দেন।