প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৫ , ৩:১১:৪৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।নব্বই দশক জুড়ে রুপালি পর্দা কাঁপানো জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি।বর্তমানে সিনেমায় একেবারেই দেখা যায় না এই অভিনেতাকে।তবে জানা যায়,নানারকম ব্যাবসায়ীক কর্মকাণ্ডে বেশ ব্যস্ত সময় পার করছেন সানি। এদিকে নায়ক ছাড়াও নতুন আরেকটি পরিচয়ে হাজির হলেন এই অভিনেতা।সম্প্রতি ‘গোল্ডস্যান্ডস গ্রুপ’-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ওমর সানি বলেন, “গোল্ডস্যান্ডস গ্রুপে অ্যাডভাইজার হিসেবে যুক্ত হয়েছি।গুলশানের অফিসে নিয়মিত বসছি।আশা করছি, ভালো কিছু হবে।”

তিনি জানান,চলচ্চিত্রে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছে থেকেই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
ব্যক্তিজীবনে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে ঘর বেঁধেছেন।বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও সম্পৃক্ত ওমর সানি। তার এই নতুন যাত্রা ভক্তদের মাঝে নতুন আগ্রহ ও কৌতূহল তৈরি করেছে।
প্রসঙ্গত,গোল্ডস্যান্ডস গ্রুপ একটি বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান, যারা রিয়েল এস্টেট,নির্মাণ,ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে কাজ করছে। ওমর সানি যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটি নতুন দৃষ্টিকোণ থেকে এগিয়ে যেতে পারবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বলাই বাহুল্য,ওমর সানি ১৯৯২ সালে নুর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’ এবং ‘মহৎ’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।

















