অপরাধ-আইন-আদালত

উজিরপুরে যুবদলের হামলায় সাংবাদিক সহ পরিবারের ৫ জন আহত

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৪ , ৯:২৬:১২ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি॥বরিশাল উজিরপুরের সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু ও তার এইচএসসি পরীক্ষার্থী ছেলে তুর্ষ মাহমুদ রাতুল কেসহ তিন ভাই লিটন,মিঠু ও জুয়েলকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় যুবদলের ক্যাডাররা।যুবদলের দুই ভাই মিজান ও আনিচ ফকিরের নেতৃত্বে দুই দফায় এ হামলা চালানো হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করেছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিকারপুর বন্দরে এ হামলার ঘটনা ঘটে।আহত সাংবাদিক বাচ্চু দৈনিক দেশ রুপান্তর ও স্থানীয় দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার উজিরপুর প্রতিনিধি।

আহত সাংবাদিক বাচ্চু জানান,উজিরপুরের শিকারপুর বাজারের ইজারাদার তিনি।গত ৫ আগষ্টের পর বাজারের টোল উত্তোলন করতে নিষেধ করে আসছে যুবদল ক্যাডার মিজান ও তার ভাই আনিচ ফকির।পরে সংবাদ মাধ্যমে জানতে পারি,বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন,দলের কেউ দখল-চাঁদাবাজিতে জড়িত থাকলে তার রক্ষা নেই।তাই মনে বিশ্বাস ছিল-যুবদলের ২ ভাই বিষয়টি নিয়ে আর অগ্রসর হবে না।

তাই বৃহস্পতিবার হাটের দিন টোল আদায় করতে যায় ছেলে রাতুল।এ সময় মিজান ও আনিচ শিক্ষার্থী রাতুলকে মারধর করে।সন্তানের আহত খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর কে।পরবর্তীতে ভাই-ভাতিজার উপর হামলার খবর শুনে ঘটনাস্থলে চাচারা আসলে হামলাকারীরা তাদেরকেও বেদম মারধর করে।

হামলাকারীরা লিটনের পেটের মধ্যে রড ঢুকিয়ে দিয়েছে, জুয়েলের হাত ভেঙ্গে ফেলেছে ও মিঠুর মাথায় আঘাত করেছে।এ হামলার ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন সাংবাদিক বাচ্চু।

উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাফর আহমেদ বলেন,মারামারি হয়েছে বলে শুনেছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content