অপরাধ-আইন-আদালত

উজিরপুরে জোড়া খুনের রহস্য উন্মোচন

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৪ , ২:১৩:৪৭ প্রিন্ট সংস্করণ

রবিউল ইসলাম রবি॥জোড়া খুনের দায়েরকৃত মামলায় গেফতার হওয়া প্রধান আসামী কিবরিয়া হাওলাদার ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেছেন-গত ১৭ মার্চ গভীর রাতে ইদ্রিস হাওলাদারের মালিকানাধীন মাছের ঘের জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের কারণে মুরগির খামার,পানি শেচ পাম্পে অগ্নি সংযোগ এর ঘটনায় ইদ্রিস হাওলাদার ও সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহীন হাওলদারের ও তার চাচাতো ভাই আসাদ হাওলাদার কে সহ ৪০ -৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ডের ঘটনা।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত)ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান,ডাবল মার্ডার মামলার প্রধান আসামী কিবরিয়া হাওলাদার কে গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে সিলেট থেকে র‍্যাবের মাধ্যমে গ্রেফতার করতে সক্ষম হই।আসামীর জবানবন্দিতে হত্যার রহস্য উদঘাটন হয়।এ পর্যন্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য,চলমান বছরের ২৪ আগস্ট রাত ১০ টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার (৪০) ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার চাচাতো ভাই সাগর হাওলাদার (২৭)এর মোটরসাইকেল যোগে নিজ বাড়ি যাবর পথে পথিমধ্যে সাতলা বড় ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছা মাত্রই প্রতিপক্ষ তাদেরএলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।শেবাচিম হাসপাতালে ভর্তির পর দু’জনই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ হত্যাকান্ডের ঘটনায় গত ২৯ আগষ্ট কয়েক হাজার এলাকাবাসী দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন করে।নিহত ইদ্রিস হাওদারের স্ত্রী বাদী হয়ে ২৬ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content