রাজনীতি

উজিরপুরে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র শুভ জন্মদিন উদযাপন

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৩ , ২:০৭:০৭ প্রিন্ট সংস্করণ

উজিরপুর(বরিশাল)প্রতিনিধি।।দক্ষিণ বঙ্গের রাজনৈতিক অভিভাবক,পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির মাননীয় আহ্বায়ক (মন্ত্রী),আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির জন্মদিন উদযাপন করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।

আজ রোববার (১০ ডিসেম্বর ২০২৩)বিকেল ৫ টায় উজিরপুর উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক আয়োজনে আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৮০তম জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে দোয়া মোনাজাত, আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন উদযাপন করে নেতাকর্মীরা।আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বালী, মোঃ মশিউর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এবং উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, ইউপি চেয়ারম্যানগনসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content