প্রতিনিধি ৪ জুন ২০২৫ , ৫:৫০:১০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ঈদের আগে শেষ কার্যদিবসে তফসিলি ও বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে উপচে পড়া ভিড়।কোরবানির পশু কেনা এবং আনুষঙ্গিক খরচের জন্য এদিন একটু বাড়তি টাকা তুলেছেন অধিকাংশ গ্রাহক।ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন,ঈদের ছুটির মধ্যে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।সেইসঙ্গে বাড়তি সতর্কতার জন্যও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস আজ (বুধবার, ৪ জুন)।৫ জুন থেকে বন্ধ থাকছে সরকারি অফিস।ছুটি শেষে আগামী ১৫ জুন আবারও চালু হবে এসব অফিস।
ঈদুল আজহাকে কেন্দ্র করে তাই শেষে কর্মদিবসে ব্যাংকে বেড়েছে গ্রাহকদের উপচে পড়া ভিড়।কেউ এসেছে টাকা তুলতে আবার কেউ এসেছেন জমা দিতে।কোরবানির গরু কিনতেও আগেভাগেই টাকা তুলছেন গ্রাহকেরা।তারা বলেন, ঈদে ১০ দিনের মতো ব্যাংক বন্ধ থাকবে।এসময় টাকা তোলা যাবে না।তাই আগেই টাকা তুলে রাখছি।
এদিকে বাংলাদেশ ব্যাংকের ঘোষণার পরও নতুন টাকা না পেয়ে খালিহাতে ফিরছেন অনেকে।কেউ কেউ বলছেন,ব্যাংক পুরোপুরি বন্ধ রাখা উচিত নয় এতে থমকে যাবে ব্যবসায়িক কার্যক্রম।
তবে দীর্ঘ বন্ধের কারণে ব্যবসায়িক লেনদেন কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা।সোনালি ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন,গ্রাহকের বাড়তি সুবিধা দিতে প্রস্তুত ব্যাংকগুলো।ঈদের ছুটির মধ্যে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
একই সঙ্গে এটিএম বুথ গুলোতেও বাড়তি সতর্কতার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

















