প্রতিনিধি ২০ জুন ২০২৫ , ৫:৩৫:০১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ইসলামী শরিয়তের আলোকে ব্যাংকে টাকা জমা রাখা ও সেখান থেকে প্রাপ্ত লভ্যাংশ গ্রহণ করা নিয়ে মানুষের মাঝে নানা প্রশ্ন দেখা যায়।এ বিষয়ে দেশের প্রখ্যাত আলেম ও ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ তাঁর মতামত ব্যক্ত করেছেন।

তিনি বলেন,ইসলামী ব্যাংকে টাকা রাখা একটি গ্রহণযোগ্য ও তুলনামূলক ভালো বিকল্প।কারণ এসব ব্যাংকে শরিয়াহ বোর্ডের তত্ত্বাবধানে আর্থিক কার্যক্রম পরিচালিত হয়,যা সাধারণ সুদভিত্তিক ব্যাংকের তুলনায় শরিয়াহর নিকট অধিক গ্রহণযোগ্য।
তবে তিনি এ-ও বলেন, ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ গ্রহণ করা একেবারে নিঃসন্দেহে হালাল—এমনটা বলা কঠিন। তার মতে,যদি কারও জন্য বিকল্প কোনো শরিয়াহসম্মত বিনিয়োগের ব্যবস্থা থাকে,তাহলে ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ না নেওয়াই উত্তম।
তবে আর কোন বিকল্প না থাকলে এবং কেউ নিরাপত্তার স্বার্থে ইসলামী ব্যাংকে টাকা রাখে ও নির্ধারিত লভ্যাংশ গ্রহণ করে,তাহলে তা পরিপূর্ণ হারাম হবে না বলেও মত দেন শায়খ আহমাদুল্লাহ।

















