জাতীয়

আসিফ নজরুল স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৪ , ৩:১১:৪০ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও পালন করবেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানানো হয়।

ড. শিরিন শারমীন চৌধুরীর পদত্যাগের কারণে বর্তমানে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য রয়েছে।এ পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও আইন উপদেষ্টাকে অর্পণের সিদ্ধান্ত হয়।

আইন উপদেষ্টা এখন থেকে তার ওপর অর্পিত অন্যান্য দায়িত্বের পাশাপাশি এ দায়িত্বও পালন করবেন।

0Shares

আরও খবর

গ্রেড অনুযায়ী কর্মচারীদের জন্য কয়েক খাতে ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে- জনপ্রশাসন প্রতিমন্ত্রী,ফরহাদ হোসেন

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়-স্বরাষ্ট্রমন্ত্রী, আসাদুজ্জামান খান কামাল

চার ধরনের ফি মিলিয়ে নামজারির জন্য মোট খরচ হয় ১ হাজার ১৭০ টাকা

ক্ষমতা বদলের দেড় মাস পরেও প্রশাসনে এক ধরনের অস্থিরতা ও সরকারি কাজে ধীরগতি দেখা যাচ্ছে-বেকায়দায় ইউনুস

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নেতারা ২২ থেকে ২৪ আগস্ট জোহানেসবার্গ সফর করবেন

আমি যে দুটি মন্ত্রণালয়ে আছি,এটাকে সাগর চুরি বলা যায় না,হয়েছে প্রশান্ত মহাসাগর চুরি —বরিশালে উপদেষ্টা সাখাওয়াত হোসেন

Sponsered content

0 Shares