সারাদেশের খবর

আমার রক্ত যদি বাচিঁয়ে তোলে মুমূর্ষু রোগীর প্রাণ তাহলে আমি কেন করব না সেচ্ছায় রক্ত দান – নাজমুল

  প্রতিনিধি ২২ জুন ২০২২ , ৯:১১:৪০ প্রিন্ট সংস্করণ

উপজেলা প্রতিনিধি(উলিপুর):-গতকাল মঙ্গলবার(২১ জুন ২০২২) ফাস্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪র্থ বারের মতো সেচ্ছায় রক্ত দান করলেন অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ নাজমুল হাসান সজীব।

লিখিত বক্তব্যে নাজমুল হাসান সজীব বলেন “প্রত্যেকেরই উচিৎ মানব সেবায় নিজেকে বিনা স্বার্থে আত্মনিয়োগ করা যাতে মুমূর্ষু রোগী সহ অন্যান্য বিপদগ্রস্ত মানুষজন সহায়তা পান এবং শান্তিপূর্ন সমাজ গঠিত হয় এবং আমাদের উচিৎ নিজের সাথে সাথে অন্যকেও মানব সেবায় অনুপ্রাণিত করা যাতে সবাই ঐক্যবদ্ধতা বজায় রেখে মানব সেবায় এগিয়ে যেতে পারি।”

এই অরাজনৈতিক সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মোঃ মুত্তাহিদ ইসলাম মারজান। ওনার হাত ধরেই ধীরে ধীরে সাফল্যের চূড়ায় পৌছাচ্ছে প্রতিষ্ঠানটি। এসময় মোঃ মুত্তাহিদ ইসলাম মারজান বলেন, ” আমরা মানব সেবা করি আমাদের অন্তরাত্মা উচ্ছাসিত করার লক্ষ্যে শান্তিপূর্ন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং অতীতের ন্যায় ভবিষ্যতেও বেশ ভালো ভাবেই এ কাজের কাজে সাথে লিপ্ত থাকব ইনশাল্লাহ। আশা করি এতে আমার সকল সহোযোদ্ধাদের একাগ্রতা পাবো। “

আরও খবর

Sponsered content