সারাদেশ

আগারগাঁও পাসপোর্ট অফিসে র্যাবের অভিযান

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২৩ , ৫:৫৪:১৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মো. ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট করতে আসা মানুষের হয়রানি দূর করতে এ অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন,কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। যাচাই-বাছাই করা হচ্ছে।পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে,চলতি বছরের ২ ফেব্রুয়ারি আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সে সময় প্রায় তিন ঘণ্টা অভিযান চালানো হয়েছিল।

আরও খবর

Sponsered content