শিক্ষা

আগাম টিউশন ফি আদায় করা যাবেনা-শিক্ষা মন্ত্রণালয়

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৩ , ৩:২৯:২৫ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।দেশের মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কোনও মাসের আগাম টিউশন ফি আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।একই সঙ্গে একাধিক মাসের টিউশন ফি আদায় না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়নে সোমবার (৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচলককে প্রয়োজনীয় নিতে নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়,২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও সমমানের সব শ্রেণির পরীক্ষা/মূল্যায়ন নভেম্বরের মধ্যে শেষ হবে। এ অজুহাতে কিছু শিক্ষা প্রতিষ্ঠান অক্টোবর,নভেম্বর ও ডিসেম্বর মাসের টিউশন ফি একসঙ্গে আদায়ের নোটিশ দিয়েছে।এতে অভিভাবকরা অসহনীয় আর্থিক চাপের মধ্যে পড়বেন।

এ অবস্থায় সব বেসরকারি মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একসঙ্গে একাধিক মাসের টিউশন ফি (অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর) আগ্রিম আদায় না করে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাসের টিউশন ফি সংশ্লিষ্ট মাসেই গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares