আন্তর্জাতিক

আইসিসি’র দুই বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে-ট্রাম্প প্রশাসন

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ৩:৪৮:৩৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।গাজা যুদ্ধাপরাধ তদন্তের বিরুদ্ধে ইসরায়েলের করা আপিল খারিজ করার সিদ্ধান্তের পর আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দুই বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন,মঙ্গোলিয়া ও জর্জিয়ার দুই বিচারক আইসিসিতে ইসরায়েলের আবেদনের বিরুদ্ধে রায় দিয়েছিলেন।তাই তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় আসা দুই বিচারক হলেন— জর্জিয়ার গোচা লর্ডকিপানিদজে এবং মঙ্গোলিয়ার এরদেনেবালসুরেন দামদিন। তারা আইসিসির আপিল চেম্বারের সদস্য।

গত সপ্তাহে ইসরায়েল আইসিসির পরোয়ানার বিরুদ্ধে আবেদন করে।কিন্তু এটি প্রত্যাখ্যান করে দেন আদালত।

সোমবার আপিল চেম্বারের সংখ্যাগরিষ্ঠ বিচারকরা রায় দেন যে,২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় সংঘটিত অপরাধ তদন্ত অবৈধ— ইসরায়েলের এমন দাবি গ্রহণযোগ্য নয়।

এই আপিল চেম্বারের রায়কে ফিলিস্তিন সংক্রান্ত তদন্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।এই তদন্তের ফলেই গত বছরের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।ইসরায়েল যদি আপিলে জয়ী হতো,তাহলে ওই গ্রেপ্তারি পরোয়ানাগুলো বাতিল হয়ে যেত।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আরও খবর

Sponsered content