অর্থনীতি

আইএমএফের ঋণের চতুর্থ কিস্তি প্রাপ্তি পেছালো

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৫ , ৪:৫৪:৪১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পিছিয়ে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ কিস্তি প্রাপ্তি।এ বিষয়ে আগামী ৫ ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদের সভা হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে তা পিছিয়ে ১২ মার্চ করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক বলছে,প্রাকৃতিক দুর্যোগের কারণে আইএমএফের কার্যক্রম এক মাস বন্ধ ছিল।মূলত এ কারণেই বোর্ড সভার সময়সূচিতে পরিবর্তন এনেছে সংস্থাটি।

এর আগে বাংলাদেশ ঋণের তিনটি কিস্তি পেয়েছে।চতুর্থ কিস্তিতে আরও সাড়ে ৬৪ কোটি ডলার পাওয়ার কথা।

এদিকে ৪৭০ কোটি ডলারের চলমান এই ঋণ কর্মসূচির আকার আরও ৭৫ কোটি বাড়ানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। তবে, সেজন্য রাজস্ব আয় বৃদ্ধিসহ বেশকিছু কঠিন শর্ত দিয়েছে আইএমএফ।

আরও খবর

Sponsered content