রাজনীতি

অস্তাগফিরুল্লাহ, জীবনে আর আওয়ামী লীগ ছেড়ে যাব না-ব্যারিস্টার শাজাহান ওমর

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৩ , ১২:৪২:৫৫ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি।। ‘অস্তাগফিরুল্লাহ, জীবনে আর আওয়ামী লীগ ছেড়ে যাব না এমন ‘তওবা’ করলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাজাহান ওমর,যিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে ঝালকাঠি ১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ভোটযুদ্ধে অংশ নিতে যাচ্ছেন।

বুধবার রাতে বরিশাল নগরীর বগুড়া সড়কে আমির হোসেন আমুর বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্যের একপর্যায়ে এমন তওবা করেন শাজাহান ওমর (বীর উত্তম)।এসময় সেখানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুসহ ঝালকাঠি আওয়ামীলীগের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।

শাজাহান ওমর বলেন,আমু ভাই আমাকে বিএনপিতে পাঠিয়েছিলেন,আবার তিনিই আওয়ামী লীগে ফিরিয়ে এনেছেন।এমনকি তিনি আমুকে দেখিয়ে বলেন,‘আমু ভাই আমাকে বিএনপিতে পাঠিয়েছিলেন,আবার তিনিই আওয়ামী লীগে ফিরিয়ে এনেছেন।এ কথা বলে অট্ট হাসি দেন ওমর এবং আমু।বক্তব্যের একপর্যায়ে ব্যারিস্টার শাহজাহান ওমর ‘তওবা’ করে বলেন,‘অস্তাগফিরুল্লাহ,আর জীবনে আওয়ামী লীগ ছেড়ে যাব না।’তার নির্বাচনী এলাকা রাজাপুর-কাঠালিয়া সর্বশেষ পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।তবে এসব প্রসঙ্গ এড়িয়ে শাহজাহান ওমর বলেছেন, কীভাবে বিএনপিতে গেলেন এবং আওয়ামী লীগে ফেরত আসলেন সেই গল্প।

শাহজাহান ওমর বলেন,স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭৪ সালে একটি মামলায় জড়িয়ে কারাগারে যাওয়ার পর তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়ে বিপদগ্রস্ত হন।তখনকার সময়ে বরিশাল আওয়ামী লীগের একচ্ছত্র নেতা নুরুল ইসলাম মঞ্জুর (প্রয়াত) সঙ্গে তাঁর ভুল বোঝাবুঝি হয়েছিল।তখনকার মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত (পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদ),তাঁর ছেলে বর্তমানে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এবং আমির হোসেন আমু তাকে সাহায্য করেছিলেন।হাসানাত আবদুল্লাহ কয়েকবার তাকে কারাগারে দেখতে গেছেন।

শাহজাহান ওমর বলেন,সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেনাবাহিনীতে তাঁর শিক্ষক ছিলেন। সেই পরিচয় সূত্রে বিএনপিতে গিয়েছিলেন। ৯১ এর নির্বাচনের আগে আমির হোসেন আমু তাকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে গিয়েছিলেন।তখন শেখ হাসিনা জানান,তাঁর বাবার (বঙ্গবন্ধু) বন্ধুর চিঠি নিয়ে এসেছেন আরেকজন।তাই তাঁর জন্য কিছু করতে পারছেন না।তখন আমু আবার তাকে বিএনপিতে ফেরত যেতে বলেন।

ওমর বলেন,গত ২৯ নভেম্বর কারাগার থেকে বের হওয়ার পর এবারও আমু তাকে আওয়ামী লীগে যোগদানের ব্যবস্থা করেছেন।রাজাপুর-কাঠালিয়ার বিএনপির সকলে তার সঙ্গে আওয়ামী লীগে যোগ দিয়েছে।কিছু নাবালক ছেলে এখনো বিএনপিত আছে,তাদের কীভাবে আনতে হয়,সে ব্যবস্থাও তার জানা আছে।’

আরও খবর

Sponsered content