প্রতিনিধি ১৯ জুন ২০২৩ , ২:১১:৫০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনের পার্কিং-এ অবৈধ বাণিজ্যিক দোকান ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (১৯ জুন) দুপুরে এ অভিযান শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। জোন- ৫/৩ এর আওতাধীন নাজিরা বাজারের ৫৯, ৫৯/১ কাজী আলাউদ্দিন রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নকশা বহির্ভূত নির্মাণাধীন ১টি বহুতল ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে ফেলা হয় এবং ভবনের মালিককে ৫ (পাঁচ) লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।ভবনটির পার্কিং-এ অনুমোদনহীন বাণিজ্যিক দোকান নির্মাণ ও ছাদ বর্ধিত করা হয়েছিল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামসুল হক বলেন, রাজধানী












