প্রতিনিধি ১১ নভেম্বর ২০২২ , ৩:৩০:১৩ প্রিন্ট সংস্করণ
খুলনা প্রতিনিধি।।অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি শাহ আলম আইকনকে (৬২) ছয় ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১০টায় খুলনা রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৬ এর পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ মোসতাক আহমদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খুলনা মহানগরীর সদর থানার একজন অন্তঃসত্ত্বা গৃহবধূ গত ৫ নভেম্বর রাতে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। যাওয়ার পথে রাত আনুমানিক ১টার দিকে আসামি শাহ আলম আকন একটি অন্ধকার গলিতে ভিকটিমকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনা জানার পর র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। মামলা দায়েরের ছয় ঘণ্টার মধ্যে আসামি শাহ আলম আকনকে (৬২) গ্রেফতার করে। তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

















