সারাদেশ

অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সচেতন থাকুন বিপদে পুলিশের সাহায্য নিন

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২২ , ১:১৯:০২ প্রিন্ট সংস্করণ

খুলনা প্রতিনিধি।।খুলনা জেলা পুলিশের তৎপরতায় প্রতারকের খপ্পরে পড়ে বেহাত হওয়াএক লক্ষ চুয়ান্ন হাজার ছয়শত চুয়াত্তর টাকা দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার।

গত কিছুদিন পূর্বে চট্টগ্রাম হাটহাজারী থানার প্রবাসী জনাব সালেহ আহম্মেদ(ছদ্মনাম),বয়স-২৩, পেশা-ফ্রিল্যান্সার, অনলাইনে একটি প্রতারক চক্রের খপ্পরে পড়ে এক লক্ষ চুয়ান্ন হাজার ছয়শত চুয়াত্তর টাকা প্রতারকের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে দেন।

পরবর্তীতে তিনি যখন বুঝতে পারেন,তিনি প্রতারণার শিকার হয়েছেন।তখন তিনি তাৎক্ষনিক নিকটস্থ থানায় জিডি করেন। প্রতারণার মাধ্যমে যে একাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে।সে একাউন্টধারী খুলনা জেলার কয়রা থানা এলাকায় বসবাসরত আছে এমন তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী শরণাপন্ন হলে বেহাত হওয়া টাকা উদ্ধারে তাৎক্ষণিক অভিযানে নামে খুলনা জেলা পুলিশের একটি চৌকস দল, পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় আজ ২৯ সেপ্টেম্বর ২০২২খ্রি. বেহাত হওয়া টাকা উদ্ধারের সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেয়া হয়।

আরও খবর

Sponsered content