জাতীয়

৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৩৯:০৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।লাইসেন্স স্থগিত করার পর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়া এবং আগামী ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার আগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে অবহিত করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

উপসচিব আরিফ-উজ-জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৫ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে স্থগিত করা লাইসেন্সের তালিকা প্রণয়ন করে সংশ্লিষ্ট লাইসেন্স গ্রহীতাকে এসএমএস-এর মাধ্যমে লাইসেন্স স্থগিত এবং স্থগিত করা লাইসেন্সের অনুকূলে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার বিষয়টি জানাতে হবে।

আগামী ৪ সেপ্টেম্বর থেকে স্থগিত করা লাইসেন্সের অধীন থানায় জমা না করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার বেহাত ও হারানো অস্ত্রসহ যেকোনও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনার জন্য কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বর্ণিত লাইসেন্স স্থগিত ও সংশ্লিষ্ট অস্ত্র-গোলাবারুদ থানায় জমা দান এবং ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা ও অবৈধ অস্ত্র সংরক্ষণ, হেফাজতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি জেলা তথ্য অফিসের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে হবে।

জেলা ম্যাজিস্ট্রেটরা আগামী ২ সেপ্টেম্বর পুলিশ সুপার, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সদস্যদের সমন্বয়ে কোর কমিটির সভা করবেন। সভায় স্থগিতকৃত লাইসেন্সের তালিকা পর্যালোচনা করবেন। আগামী ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার জন্য সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব, আনসারের সমন্বয়ে যৌথ অপারেশন টিম গঠন করে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনাররা সংশ্লিষ্ট সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তায় আগামী ৪ সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধারের জন্য যৌথ অভিযান পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

জেলা ম্যাজিস্ট্রেটদের প্রণীত স্থগিত হওয়া লাইসেন্সধারীদের তালিকা এবং নির্ধারিত তারিখ পর্যন্ত জমাকৃত অস্ত্রের লাইসেন্সধারীদের তালিকা ৫ সেপ্টেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখায় পাঠাতে হবে।

আরও খবর

Sponsered content