প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৪ , ৩:৩১:৩৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।দেশের ১১টি জেলার বিভিন্ন আদালতে ৭৫২ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা- সরকারি কৌঁসুলি (জিপি),অতিরিক্ত সরকারি কৌঁসুলি,সহকারী সরকারি কৌঁসুলি,পাবলিক প্রসিকিউটর (পিপি),অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এদের মধ্যে ৮৩ জনকে কিশোরগঞ্জ,৬৩ জনকে কক্সবাজার, ২৫ জনকে রাজবাড়ী,১২৮ জনকে কুষ্টিয়া,৩৪ জনকে সাতক্ষীরা,৯১ জনকে নারায়ণগঞ্জ,১৪৫ জনকে বরিশাল,৬৩ জনকে সুনামগঞ্জ,৪৪ জনকে নেত্রকোনা,৫৬ জনকে নাটোর ও ২০ জনকে পঞ্চগড় জেলার জেলা ও দায়রা জজ ও এর অধীন আদালত,বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতে নিয়োগ দেয়া হয়েছে।
গত ২৪,২৯ ও ৩০ অক্টোবর আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত তিনটি নিয়োগাদেশ জারি করা হয়।
উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এসব নিয়োগাদেশে উল্লিখিত ১১ টি জেলার জেলা ও দায়রা জজ আদালত ও এদের অধীন আদালত,বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতে এর আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।