অপরাধ-আইন-আদালত

হোটেল ইন্টারকন্টিনেন্টালে রয়েছে নিজস্ব ‘আয়নাঘর’

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৪ , ৪:৪৪:৫৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রয়েছে নিজস্ব ‘আয়নাঘর’।সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বললেই নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ চাকরিচ্যুত কর্মচারীদের।

শুক্রবার (৩০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা।

বলেন,বিনা নোটিশে ৩০ জনেরও বেশি কর্মচারীকে চাকরিচ্যুত করে হোটেল কর্তৃপক্ষ।এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছে।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের চাকরিচ্যুত কর্মচারী মো. নুরুজ্জামানের দাবি,ইন্টারকন্টিনেন্টালেও রয়েছে নিজস্ব আয়নাঘর।কারো সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয় না।’

দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বললে কর্মচারীদের সেখানে নিয়ে নির্যাতন করার অভিযোগও তোলেন নুরুজ্জামান।

এ সময় হোটেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কথা তুলে তাদের অপসারণ করে চাকরিচ্যুতদের আবারও পুনর্বহালের দাবি জানানো হয়।

এ বিষয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত,হোটেল ইন্টারকন্টিনেন্টাল একটি আন্তর্জাতিক চেইন হোটেল।তবে বাংলাদেশে এটি পরিচালনা করে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড যা সরকারি মালিকানাধীন।

আরও খবর

Sponsered content