প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ৭:৩২:৪৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:-ময়মনসিংহের ধোবাউড়ায় স্বামী পরিত্যাক্তা এক নারীকে ধর্ষনের অভিযোগে মাসুদ রানা জনি নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ধর্ষক গামারীতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত ঐ ধর্ষককে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ। উপজেলার কলসিন্দুর বাজারে এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়,২৩/০৮/২২ তারিখ,মঙ্গলবার দুপুরে পূর্ব গামারীতলা গ্রামের স্বামী পরিত্যাক্তা এক নারী মোবাইল সার্ভিসিং করার জন্য একই গ্রামের মতিউর রহমানের ছেলে মাসুদ রানা জনির কলসিন্দুর বাজারে মোবাইল সার্ভিসিং এর দোকানে যায়।
পরে বিদ্যুৎ চলে গেলে ঐ নারীকে ধরে দোকানের পিছনের রুমে নিয়ে যায় মাসুদ। পরে ঐ নারীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে।
এ ঘটনায় ঐ দিন রাতেই ধোবাউড়া থানায় অভিযোগ দায়ের করেন ভিকটিম। রাতেই অভিযান চালিয়ে পুলিশ মাসুদ রানা জনিকে গ্রেফতার করে। মাসুদ রানা জনি গামারীতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি( তদন্ত) জালাল উদ্দিন বলেন,মামলা রেকর্ড করা হয়েছে,মামলা নং ১০,তারিখ-২৫/০৮/২০২২ খিঃ।
আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।