প্রতিনিধি ২ মার্চ ২০২৪ , ৪:৪৫:১৬ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।আংশিক সরকারি শাটডাউন এড়াতে শুক্রবার (১ মার্চ) আনুষ্ঠানিকভাবে একটি স্বল্পমেয়াদি বাজেটে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।ওই শাটডাউনটি শনিবার শুরু হওয়ার কথা ছিল।স্বল্পমেয়াদি ওই বাজেট চুক্তির আওতায় কেন্দ্রীয় সংস্থাগুলোর কয়েকটি ৮ মার্চ এবং আরও কয়েকটি ২২ মার্চ পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার মতো তহবিল পাবে। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থবছর ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।এই বাজেটের কারণে ফেডারেল সরকারকে সচল রাখতে ব্যয় প্রস্তাব প্রস্তুত ও তা অনুমোদনের জন্য আইনপ্রণেতারা আরও কিছু সময় পাবেন।কংগ্রেস পূর্ণাঙ্গ বাজেট প্রণয়নে ব্যর্থ হওয়ার কারণে সম্প্রতি একাধিকবার স্বল্পমেয়াদি বাজেট দিয়ে সরকার পরিচালনা করছে ওয়াশিংটন।
প্রতিনিধি পরিষদ ও সিনেটে অস্থায়ী ব্যয় অনুমোদন করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিবৃতি প্রদান করেন বাইডেন। সেখানে তিনি বলেছিলেন,দ্বিপক্ষীয় এই চুক্তি একটি ক্ষতিকারক শাটডাউন প্রতিরোধ করবে।একইসঙ্গে পুরো বছরের তহবিল নিয়ে কাজ করার জন্য আরও সময় পাবে কংগ্রেস।’
বিবৃতিতে আরও বলা হয়,এটি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য একটি সুসংবাদ। তবে আমি এ বিষয়টি পরিষ্কার করে বলতে চাই: এটি একটি স্বল্পমেয়াদী সমাধান,দীর্ঘমেয়াদী নয়।’
এ বিষয়ে বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে প্রথম ভোট অনুষ্ঠিত হয়।তখন এই প্রস্তাবের পক্ষে ৩২০টি এবং বিপক্ষে ৯৯টি ভোট পড়ে।যা সহজেই প্রস্তাব পাস হওয়ার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
একটি আংশিক শাটডাউন এড়াতে ভোট দিয়েছেন ডেমোক্র্যাটরা।তবে এই ভোটে রিপাবলিকানদের মধ্যে বিভক্তি দেখা গেছে।প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের মধ্যে ১১৩ জন পক্ষে এবং ৯৭ জন বিপক্ষে ভোট দিয়েছেন।পরে প্রস্তাবটি সিনেটে যায় এবং সেখানে সন্ধ্যায় ৭৭-১৩ ভোটে অনুমোদন পায়।
আশা করা হচ্ছে,আগামী সপ্তাহে ছয়টি ব্যয় বিলের একটি প্যাকেজ গ্রহণ করবে প্রতিনিধি পরিষদ ও সিনেট।সেগুলো ৮ মার্চের আগে প্রেসিডেন্টের কাছে পাঠানোর কথা রয়েছে। এরপর ২২ মার্চের নতুন সময়সীমার মধ্যে সরকারের বাকি অংশগুলোর অর্থায়নে কাজ করবেন আইনপ্রণেতারা ।