শিক্ষা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৪ , ৪:১০:৪৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে,বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী এসব শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০ জন শিক্ষকের মধ্যে সাতজন ব্যক্তিগত কারণে এবং ১৩ জনের অন্য জায়গায় চাকরি হওয়ায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।শিক্ষকেরা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদন করেছিলেন।তাই চাকরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ না হওয়ায় কোনো আর্থিক (পেনশন,আনুতোষিক) ও অনার্থিক সুযোগ–সুবিধা পাবেন না।

আরও খবর

Sponsered content