প্রতিনিধি ৬ আগস্ট ২০২৪ , ৫:০০:১৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘর রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম।তিনি বলেন,সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব আমাদের।
সোমবার রাতে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।
মঞ্জুরুল ইসলাম বলেন,আমরা জানতে পেরেছি,বিজয়-পরবর্তীতে আওয়ামী লীগ সংখ্যালঘু ও বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতি জুলুম-নির্যাতন শুরু করেছে।তাদের আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
তিনি বলেন,আমরা ইসলামী ছাত্রশিবিরের সব জনশক্তি এ দেশের তাওহিদি জনতা,সব মানুষকে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো,জান-মাল-জীবন দিয়ে হলেও তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের।আমরা তাদের পাশে আছি।