অপরাধ-আইন-আদালত

রবিবার থেকে আপিল বিভাগের দুই বেঞ্চে বিচারকাজ চলবে-প্রধান বিচারপতি,ওবায়দুল হাসান

  প্রতিনিধি ৪ মে ২০২৪ , ৪:১১:১১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শনিবার (৫ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে,রবিবার (৫ মে) সকাল থেকে আপিল বিভাগের এই দুই বেঞ্চে বিচারকাজ চলবে।প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের এক নম্বর বেঞ্চের বিচারকাজ পরিচালিত হবে।বেঞ্চটির অন্য বিচারপতিরা হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম,বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন।

পাশাপাশি আপিল বিভাগের দ্বিতীয় বেঞ্চটি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে পরিচালিত হবে। এই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন— বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

প্রসঙ্গত, বিচারপতি সংকটের কারণে দীর্ঘদিন ধরে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছে। তবে আপিল বিভাগে নতুন তিন জন বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।

আরও খবর

Sponsered content