রাজনীতি

যুক্তরাষ্ট্রে থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৪ , ৪:৩১:৫১ প্রিন্ট সংস্করণ

রাশিদ রিয়াজ।।আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করে একটি নম্বর দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘আপডেট‼️ বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ +1(917)5699327 এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি।’

তথ্য বলছে নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রের।তবে এ হোয়াটসঅ্যাপ নম্বরটির আগের নম্বর ছিল বাংলাদেশি-০১৩১২১১১৯৭১। নম্বর দুটোতে কল দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content