সারাদেশ

মা-বাবার ঝগড়া থামাতে অভিযোগ নিয়ে থানায় শিশু সিয়াম

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৪ , ৮:০৮:৪৯ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।ছোটখাটো বিষয়ে প্রায় সময়ই ঝগড়া করেন বাবা-মা।ছয় বছরে শিশু সিয়াম তাদের কাছে আকুতি-মিনতি করেও ঝগড়া থামাতে পারে না।

অবশেষে এ নিয়ে অভিযোগ দিতে থানায় হাজির হয় সে।সিয়ামের চোখের সামনেই মাদকাসক্ত বাবা প্রায়ই তার মাকে মারধর করতেন।

বিষয়গুলো সহ্য করতে না পেরে সে থানায় গিয়ে অভিযোগ দেয় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে। পরে পুলিশ তাকে চেয়ারে বসিয়ে অভিযোগ শোন

অতঃপর পুলিশ তাকে নিয়ে তার বাড়িতে যায়। ডেকে আনে বাবাকে।

তাৎক্ষণিকভাবেই মা-বাবাকে তারা আর কখনও ঝগড়া না করার অঙ্গীকার করান।এতে খুশি সিয়াম পুলিশকে হাসিমুখে বিদায় দেয়।ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার।প্রাতবাজার নামক এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সিয়াম।

রোববার (২৮ এপ্রিল) বেলা ২টার দিকে সরাইল থানায় উপস্থিত হয় সিয়াম।থানায় বসেই তার কথা শোনেন ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম।শিশু সিয়ার তার বাবা-মায়ের প্রতি অভিযোগ দেওয়ার পাশাপাশি এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পুলিশের সহযোগিতা কামনা করে।বিষয়টি সমাধানে উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিয়ে তার বাড়িতে যান।ডেকে পাঠান তার বাবাকে।একই সঙ্গে বাড়িতে থাকা তার মাকেও থাকতে বলেন।পরে সিয়ামের উপস্থিতিতে মা-বাবাকে আর ঝগড়া না করার অঙ্গীকার করানো হয়।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান,দুপুরে হঠাৎ করেই শিশুটি এসে থানায় হাজির হয়।সে তার বাবা মায়ের প্রতি বিরক্ত প্রকাশ করে ও নানা অভিযোগ করে।তার কথা শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। সিয়ামের বাবা মা জানিয়েছেন,তার আর কখনও ঝগড়া করবেন না।এতে তাদের সন্তানও বেশ খুশি হয়।

আরও খবর

Sponsered content